লোহাগাড়ার বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদস্য মাশপী মিথ্যা মামলার প্রতিবাদ

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা লোহাগাড়া উপজেলার কলা উজান ইউনিয়ন শাখার সদস্য ও মিয়াজান মাস্টার বাড়ীর বাসিন্দা মাশরাফি চৌধুরী মাশপী, তার পিতা মোস্তাক আহমদ চৌধুরী ও মাতা নাসিমা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ের’র প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আবু তালেব রোখন ও সাধারণ সম্পাদক আবরারুল ইসলাম জায়েদ। বিবৃতিতে সভাপতি ও সম্পাদকদ্বয় জানান মাশরাফি চৌধুরী মাশপী জন্ম থেকে হাতের কবজি বিহীন প্রতিবন্ধী, বর্তমানে সেই এস.এস.সি পরীক্ষার্থী। তাঁহার পিতার জায়গা জমি’র বিরোধের জের ধরিয়া গত ৬ মে, বিকাল ৪ টার সময় মোস্তাক আহমদ চৌধুরী ঈদুল ফিতর পরবর্তী পরিবার পরিজন নিয়া সাতকানিয়া উপজেলার কালিয়াশ ইউনিয়নের শ্বশুর বাড়ীতে বেড়াতে যান। ঘরে কেউ না থাকার সুবাদে প্রতিপক্ষরা অজ্ঞাত নামা ৮/৯ জন মিলে মোস্তাক আহমদ চৌধুরীর ঘরের গ্রীল, সিঁড়িঘর ও শয়নকক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে ২০ ভরি স্বর্ণাংলকার ও নগদ ১,৫০,০০০/-টাকা লুটপাঠ করে জায়গা জমির মূল দলিল নিয়ে যায়। উক্ত ঘটনায় মোস্তাক আহমদ চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য আদেশ প্রদান করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। থানায় মামলা নং-০৭, তারিখ ঃ ১১/০৫/২০২২ইং। আসামী হলেন-আব্দুস ছবুর আজাদ ও জহির, মোস্তাক আহমদ সংঘটিত ঘটনার বিচার চাওয়ায় উক্ত আব্দুস ছবুর আজাদের ভাগিনা ফরিদুল আলম ইতিপূর্বে মোটর সাইকেল দুঘটনাকে পুঁজি করিয়া প্রাইভেট একটি হাসপাতাল হইতে বিল প্যাডের মধ্যে ভূয়া ঔষুধের স্লিপ বানাইয়া উক্ত মাশপী ও তার পিতা মাতার বিরুদ্ধে চুরি ও মারামারির মিথ্যা ঘটনা সাজাইয়া মামলা দায়ের করিয়া হয়রানী করিতেছে। আব্দুস ছবুর আজাদ গংরা তাদের অপকর্ম ডাকা দিতে মাশপী ও তার পিতা মাতা গংদের পিতার বিরুদ্ধে পুনরায় মিথ্যা মামলা দিয়া হয়রানী করিতেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাতের কবজি বিহীন প্রতিবন্ধী এস.এস.সি পরীক্ষার্থী মাশপী ও তার পিতা মাতাকে উক্ত মিথ্যা মামলা হতে অব্যাহত প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।