নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যে দেশে ২৩ কোম্পানি ইন্টারনেট টিভি চালুর সুযোগ পেয়েছে।
এগুলোর মধ্যে বিডিকম আইপিটিভি নামে বেশি পরিচিত ইন্টারনেট টিভির সেবা চালু করেছে। আরও পাঁচটি পরীক্ষামূলকভাবে চালুর প্রক্রিয়ায় রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি আগ্রহীদের আবেদনের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে আইপিটিভি চালুর অনুমোদন দেয়।
সম্প্রতি কমিশনের একটি প্রতিবেদনে অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়।
সবার আগে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বাণিজ্যিকভাবে আইপিটিভি সেবা চালুর জন্য বেছে নেয় শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানি বিডিকম।
এ সেবা চালুর মাধ্যমে তারাই দেশের প্রথম কোম্পানি হিসেবে ট্রিপল প্লে সেবা চালু করে।ফলে তাদের একটি কেবলের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট, ভয়েস কল এবং ইন্টারনেটে টিভি দেখার সুবিধা মিলছে।
তাছাড়া লিংক থ্রি টেকনোলজিস, আইসিটি কমিউনিকেশন্স, ডিজি যাদু ব্রডব্যান্ড, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) ও প্রিসমা ডিজিটাল কোম্পানি আইপিটিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে বলে বিটিআরসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে দুই বছর ধরে দেশে আইপিটিভি বন্ধ থাকার পর গত ডিসেম্বরে এ সেবা আবার উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও সম্প্রতি তথ্য মন্ত্রণালয় আইপিটিভি চালুর বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আপত্তি জানিয়েছে।
২০১৬ সালের অক্টোবরে কোনো রকম কারণ না দেখিয়ে কমিশন দেশে আইপিটিভি ও ভিডিও অন ডিমান্ড সেবা বন্ধ করে দেয়।
সাম্প্রতিক সময়ে অনেকে আইপিটিভি চালু করতে আগ্রহ দেখিয়ে বিটিআরসি’র সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কমিশন আশা করছে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাইরে সেবাটি বিস্তৃত হয়ে পড়বে। তখন দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।
এ সেবার আওতায় বাড়ি বা অফিসে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়া যাবে। আবার নিরবচ্ছিন্ন সংযোগের পাশাপাশি নিরাপদ সেবাও পাবেন গ্রাহক।