দেশে ইমো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে রবি। এ লক্ষ্যে তারা সোশ্যাল মিডিয়া অ্যাপ ইমোর সঙ্গে চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী ‘রবি বেস্ট ফর ইমো ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় ৩০ দিন মেয়াদি ১ জিবি ইমো ডেটা প্যাক কেনা যাবে ৪৯ টাকায়। *৪# ডায়াল করে অফারটি পাওয়া যাবে।
এ অফারের মাধ্যমে গ্রাহকরা রবি’র নেটওয়ার্কের মাধ্যমে কম সময়ে ভিডিও কল সংযোগ এবং নিরবিচ্ছিন্ন এইচডি ভিডিও সেবা উপভোগ করতে পারবেন।