প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে অদ্য ৫ মে, নগরীর লালদীঘি শাহী জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি একরামুল হক রাসেল, নাজমুল হাসান রুমি, নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ইরফানুল আলম জিকু, ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, উপ-সম্পাদক আবু হানিফ রিয়াদ, কাজী মাহমুদুল হাসান রনি, শাহরিয়ার হাসান, আবুল মনসুর টিটু, সহ-সম্পাদক কায়সার মাহমুদ রাজু, সদস্য মাহমুদুর রশিদ বাবু, মোশরাফুল হক চৌধুরী পাভেল, ফয়সাল অভি, আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন ওয়ার্ড, কলেজ, থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন লালদীঘি শাহী জামে মসজিদের খতিব সাহেব। মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়। উল্লেখ্য গত কয়েকদিন আগে লন্ডনে শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার হয়।