পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার ও সেহেরিসামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল মানুষের হাতে ইফতার ও সেহেরিসামগ্রী তুলে দেন। আবদুল জব্বার কালামিয়া মেম্বার-আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে আলকরণ মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ১২শত অস্বচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন, ‘দরিদ্রতা জয় করতে হলে সাধনা ও চেষ্টা থাকতে হবে। তাই সমাজের অস্বচ্ছল মানুষের সাহার্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান মেয়র। তিনি বলেন সরকার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস’ানের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটছে। তিনি কর্মক্ষম সকলকে কাজের মাধ্যমে জীবনের গতি প্রকৃতি পরিবর্তনে অবদান রাখার আহ্বান জানান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিতে এতে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইসমাইল বালী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রাজনীতিক হাজী বেলাল আহমদ, শিক্ষক শাহাদাত হোসেন, হাজী নাছির আহমদ, আলহাজ্ব মঞ্জুর মোরশেদ, রফিক আলম, কামাল আহমেদ, সবির আহমেদ, রমজান আলী, মো. সিরাজ, মাসুদ আহমেদ, মো. সফি সও, তাজ উদ্দিন রিজভী,সাইফুদ্দিন আহমেদ, কামরুল হক, তানভীর আহমদ রিঙ্কু, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, এনামুল হক, হুমায়ুন মোর্শেদ শাকিল, আবদুল মতিন, মো. মাসুম,সামিউল হাসান রুমন প্রমূখ।