নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারীকে মহাজোটের প্রার্থী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে ।
শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা উপজেলা সদরের এশিয়া প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট নয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজুম উদ্দিন মুহুরী বলেন, আমরা অনেক আগ থেকেই ফটিকছড়িতে দলীয় প্রার্থী দেয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। একাধিকবার রেজুলেশন করে দলীয় মনোনয়ন বোর্ডকে জানানোর পরেও এ আসনে বিতর্কিত সাংসদ ত্বরিকত নেতা নজিবুল বশরকে মনোনয়ন দেন।
আমরা দলের তৃণমূলের দাবির প্রেক্ষিতে নৌকার প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’











