শেখ হাসিনা সরকার শ্রমিকদের কল্যাণে মজুরী বোর্ড গঠন করেছে

পটিয়া উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মে দিবসে হুইপ সামশুল হক 

পটিয়া প্রতিনিধি॥ জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শ্রমিকেরাই এদেশের অর্থনীতির উন্নয়নে মূল চালিকা শক্তি। শ্রমিকরাই করকারখানার চাকা না গুরালে দেশের উন্নয়ন অগ্রতি সার্ধিত হবে না। প্রত্যাক কর কারখানা ও মিল মালিকদের উচিত শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগের তাদের ন্যায় মজুরী পরিশোধ করতে হবে। শ্রমিকরা যাতে পরিবার নিয়ে স্বচ্ছভাবে বসতবাস করতে পারে সে জন্য বর্তমান শেখ হাসিনার সরকার তাদের জন্য মজুরী বোর্ড গঠন করেছে। কোন অবস্থায় পটিয়ার প্রশাসন কর্তৃক শ্রমিকদের হয়রানি করা যাবে না। তাই শ্রমিকদের কল্যাণে শ্রমিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গত বুধবার বিকেলে পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মনসাবাদামতল এলাকায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন। পটিয়া উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওযামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো: খলিল আহমদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আজিমুল হক, আইয়ুব বাবুল, আলমগীর আলম, মুজিবুল হক চৌধুরী নবাব, মিজানুর রহমান, সামশুল ইসলাম চেয়ারম্যান, মহিলা নেত্রী কানিজ ফাতেমা, উপজেলা যুবলীগ সভাপতি এড. বেলাল উদ্দিন, যুবলীগ নেতা আজগর আলী বাহাদুর, শাহাদাত হোসেন সবুজ মেম্বার, কোরবান আলী, শ্রমিকলীগ নেতা আলী আশরাফ, নুর মোহাম্মদ চৌধুরী, শাহ জামাল, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আবু তৈয়ব, মাহাবুবুল হক চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি‘র সভাপতি/ সম্পাদক বক্তব্য রাখেন।