শুলকবহর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল আমিন মনির উদ্যোগে সমাজসেবক আফরান খানের সহযোগিতায় প্রতিদিনের ইফতার বিতরণের অংশ হিসেবে বিকালে মুরাদপুর শহীদ জানে আলম সড়কে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক মো. তারেক, ছাত্রলীগ কর্মী মাঈনুদ্দিন দস্তগীর তাহিম, মো. সাঈদ মুন্না, মাহফুজ আহমেদ রাহেদ, মাশরাফি আহমেদ, নুরুল আকিব অহিন ও ইকবাল সাকিব।মুরাদপুর শহীদ জানে আলম সড়কে ইফতার বিতরণ
শুলকবহর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল আমিন মনির উদ্যোগে সমাজসেবক আফরান খানের সহযোগিতায় প্রতিদিনের ইফতার বিতরণের অংশ হিসেবে বিকালে মুরাদপুর শহীদ জানে আলম সড়কে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক মো. তারেক, ছাত্রলীগ কর্মী মাঈনুদ্দিন দস্তগীর তাহিম, মো. সাঈদ মুন্না, মাহফুজ আহমেদ রাহেদ, মাশরাফি আহমেদ, নুরুল আকিব অহিন ও ইকবাল সাকিব।











