
বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান এবং উদ্যোক্তদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২৭ মার্চ ২০২২ ইং তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজিরদেউরিস্থ চট্টগ্রাম রোটারি সেন্টারে।
বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন দেশের ৬৪ জেলার হস্তশিল্প ও দেশীয় পণ্যের উদ্যােক্তাদের ভিন্নধর্মী এক প্লাটফর্ম। যেখানে উদ্যােক্তা সৃষ্টি ও ক্ষুদ্র শিল্পের উন্নয়ন এবং মানবিক-সামাজিক কাজের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অনলাইন মার্কেটিং, অফলাইন পণ্য প্রদর্শনী, লিডারশীপ, ভলান্টিয়ারিং সেবাসহ ইত্যাদি কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম কমিটির অভিষেক অনুষ্ঠান এবং উদ্যোক্তদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল মার্কেটিং কর্মশালার আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজিজুর রহমান আজিজ। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান জনাব মোহাম্মদ জাহান উদ্দীন, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্সের ডিরেক্টর শাহেলা আবেদীন, উপদেষ্টা জনাব লায়ন মোহাম্মদ শাহজাহান, উপদেষ্টা জনাব ফৌজুল কবির এবং এপিক হেলথ্ কেয়ারের কর্মকর্তা জনাব ডাঃ হামিদ হোসাইন। প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন। এছাড়া অভিষিক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য ও উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর ফ্যাশন ডিজাইনার নাহিম আকতারকে সভাপতি ও ইন্টেরিয়র ডিজাইনার রোটারিয়ান শাদ ইরশাদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি জনাব আজিজুর রহমান।নতুন কমিটির সদস্যদের এবং আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন চট্টগ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাগন। কেক কাটার মাধ্যমে কমিটি ঘোষণা সম্পন্ন হয়।
চট্টগ্রাম কমিটির নব নির্বাচিত সভাপতির সুচনা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয়। একে একে অতিথি ও উপদেষ্টাগন বক্তব্য প্রদান করেন। বক্তব্যের পর অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্বাস্থ্যখাতের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘হরমোন এন্ড ডিএনএ সেন্টার’ কর্তৃক ‘বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন’ চট্টগ্রাম কমিটির সদস্যদের বিশেষ সেবা (৫০% ডিসকাউন্ট) দেয়ার লক্ষ্যে একটি যৌথ MOU সাক্ষরের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্টান সমাপ্ত হয়। এরপর নামাজ ও খাবারের বিরতি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদ্যোক্তদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল। সবশেষে প্রতিষ্ঠাতা সভাপতির দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।











