চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জে.এম.সেন হলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২।
১৭ই মার্চ বৃহস্পতিবার সমাজকল্যাণমূলক সংগঠন ‘ অরিজিন ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা সন্দীপন সরকার মান্না এবং অরিজিন ফাউন্ডেশন’র উদ্যোক্তা পরিচালক ও চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা শিশির পারিয়াল। উদ্বোধনী বক্তৃতায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোকপাত করেন এবং শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবনী সন্মন্ধে জানার জন্য উৎসাহিত করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং সকল প্রতিযোগীদের অংশগ্রহনের সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ ও গবেষক মোহাম্মদ
জামাল উদ্দীন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সহ সভাপতি বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হাসানাত চৌধুরী এবং বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্সের পরিচালক সুজন কুমার ভট্টাচার্য্য। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী পার্থ প্রতিম চৌধুরী।










