নজিবুল বশর মাইজভান্ডারি এমপি’র শোক
বাংলাদেশ তরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা হাজী আমীর আহমদ মাইজভান্ডারি প্রকাশ মাইজ্জ্যেরর মৃত্যুতে সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের বিদ্রেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সম বেদনা জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, মহাসচিব আলহাজ্ব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ও যুগ্ম মহাসচিব শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক কাজী আহসান উল মোরশেদ কাদেরী।
উল্লেখ্য, ইপিজেড সিমেন্স হোষ্টেল হাদু সারাং বাড়ীর গাউছিয়া রহমানীয়া দায়রা শরীফের তত্ত্বাবধায়ক হজরত শাহ সূফী সৈয়দ শফিউল বশর আল হাচানী মাইজভান্ডারি কেবলা’র মুরীদ ও বাংলাদেশ তরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা হাজী আমীর আহমদ মাইজভান্ডারি প্রকাশ মাইজ্জ্যে (৬৫) ১৩ মার্চ সন্ধ্যায় ইন্তেকাল করেন। মরহুম নামাজে জানাজা গতকাল ১৪ মার্চ সকাল ১০ টায় হাদু সারাং বাড়ি জামে মসজিদে অনুষ্টিত। জানাজার ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। -বিজ্ঞপ্তি










