কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দিন আজমী’র রওজা মোবারক জিয়ারত কর্মসূচি শনিবার(১২মার্চ) বাদে যোহর কুতুব শরীফ দরবারে শাহ মালেক দরবার-এ- আশেকান ভক্ত পরিষদ ’পতেঙ্গা-ইপিজেড ’শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। কমিটির সমন্বয়কারী সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র নেতৃত্বে ও আশেকান ভক্ত পরিষদের উদ্যোক্তা সচিব শাহ মোঃ জসিম উদ্দিন (সা্ইফুল্লাহ) এর’সহায়তায় অলিকুল সম্রাট,মুজাদ্দিদে আখেরুজ্জামান, গাউছে মুখতার, হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দিন আজমী(রাহঃ)’র রওজা মোবারক জিয়ারত কর্মসূচি সম্পন্ন হয়। শাহ মালেক দরবার-এ- আশেকান ভক্ত পরিষদ ’পতেঙ্গা-ইপিজেড ’শাখার নব গঠিত কমিটির ১৩সদস্যর টিম শনিবার বাদে ফজর পতেঙ্গা ১৫নং ঘাট থেকে বোট যোগে বিশেষ জিয়ারত কর্মসূচিতে মুনাজাত, প্রাক-কমিটির আলোচনা সভা ও কুতুব শরীফ দরবারে গদিনশীল ও পরিচালক, শাহাজাদার সাথে সৌজন্য সাক্ষাত । এসময় রওজা মোবারক- কুতুব শরীফ দরবারে গদিনশীল ও পরিচালক,বাবাজান কেবলার শাহাজাদা আলহাজ্ব শেখ ফরিদ আল-কুতুবী(মা:জি:আ) টিমের সকল সদস্যর দীর্ঘায়ূ-সুস্বাস্থ্য এবং পরিবারের জন্য রোগমুক্তি কামনা সহ দেশ ওজাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, শাহ মোঃ জসিম উদ্দিন (সা্ইফুল্লাহ), আহবায়ক মোঃ আব্দুর রব( দুলাল শাহ), নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহিম,মোঃ শাহানুর হোসাইন , আশেকান ভক্ত পরিষদ ’পতেঙ্গা-ইপিজেড ’শাখার মহিলা সদস্য, কার্যয্যকরী কমিটিএবং উপদেষ্টা কমিটির সদস্যগন জিয়ারত সফরে উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ তবারুক বিতরণ ও প্রদান করে কর্মসূচির সমাপ্ত হয়।










