বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

১৯৭১ সালের অগ্নিঝরা ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের সেই ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির মূল মন্ত্র। নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিতে উৎসাহ দিয়েছিল বঙ্গবন্ধুর কালজয়ী এই ভাষণ। এতে ছিল স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রস্তুতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। সে ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বহু আকাঙ্খিত স্বাধীনতা। বঙ্গবন্ধুর মতো এমন আবেদনময় ও সুনিপুণ দিকনির্দেশনা মূলক ভাষণ পৃথিবীর ইতিহাসে বিরল। এ লক্ষ্যে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের দিবসটিকে স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের গৃহীত কর্মসূচী অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাবেদুল আযম মাসুদ’র দিক নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাবেক ছাত্রনেতা, আজগর আলী মিন্টু, আমির হোসেন, নুরুল আলম, নজরুল ইসলাম সুমন, সুজিৎ চৌধুরী, রুমন করিম, মোজাম্মেল হক, এস এম সালাহ্উদ্দিন সামির, মোঃ জিয়া, খোরশেদ আলম, ফরহাদ ভূইয়া প্রমূখ নেতৃবৃন্দ।