পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ৪৩ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ৪২ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।
শপথবাক্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা।অনুষ্ঠানে চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই, রাউজান, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, বাঁশখালী ও হাটহাজারী, কক্সবাজার সদর, মহেশখালী, পেকুয়া, রামু, টেকনাফ, উখিয়া ও চকরিয়া, বান্দরবান সদর, রুমা, আলীকদম, রোয়াংছড়ি, থানচি, লামা ও নাইক্ষ্যংছড়ি, খাগড়াছড়ির সদর, পানছড়ি, রামগড়, মহালছড়ি, দীঘিনালা, মাটিরাঙা, মানিকছড়ি ও লক্ষীছড়ি এবং রাঙামাটি সদর, বাঘাইছড়ি, লংগদু, রাজস্থলী, কাউখালী, নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।
শপথবাক্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা।
তবে শপথ হয়নি কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের।
স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্ত্তীর পরিচালনায় অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসেনর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।