বোয়ালখালীতে ছৈয়দুর রহমান আনোয়ারা বেগম দাতব্য চিকিৎসাল উদ্বোধন

বোয়ালখালীতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা “ছৈয়দুর রহমান আনোয়ারা বেগম দাতব্য চিকিৎসালয়” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান বোয়ালখালীর খিতাপচর মাদ্রাসা-এ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মাঠে অনুষ্ঠিত হয়।

১৪ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চান্দ্র বার্ষিক ফাতেহা শরীফ, মাদ্রাসা-এ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর প্রতিষ্ঠা বার্ষিকী ও মোত্তাকীয়া মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমান’র ২০তম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে শতাধিক ফ্রি খতনা করা হয়।

মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজাউল আলী জসিম চৌধুরী।

মো. রেজাউল করিম রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ মুজিবুর রহমান বাবুল, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল হক জহুর, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সমাজসেবক মো. নুরুল আলম। এছাড়াও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ, বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ,  মোত্তাকীয়া মাইজভাণ্ডারী ছৈয়দুর  রহমান’র পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আবুল কালাম, আবু জাফর, আবুল বশর, মোজাহেরুল হক রকি, নাছির উদ্দিন নাছু, মোস্তফা কামাল কালু, মোরশেদ আলম মঞ্জু, মো: ছাদেকুর রহমান সবুজ।

অনুষ্ঠানে শতাধিক গরীব ছেলের খতনা করা হয়। এছাড়াও ছৈয়দুর রহমান আনোয়ারা বেগম দাতব্য চিকিৎসালয়ে সপ্তাহের প্রতি রবিবার ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বক্তারা বলেন আমাদের সমাজে এখনও অনেক গরীব ও দরিদ্র মানুষ বসবাস করেন। তাদের পাশে সমাজের সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। কারণ ধনীর উপর গরীবের হক রয়েছে। মোত্তাকীয়া  মাইজভাণ্ডারী ছৈয়দুর  রহমান’র পরিবার দেশের মানুষের কথা ভাবেন। তারা দীর্ঘদিন থেকে সমাজ সেবার সাথে জড়িত। গ্রামীণ দরিদ্র মানুষের মাঝে আলো ছড়াচ্ছেন ছৈয়দুর  রহমান’র পরিবার।