কুতুবদিয়ায় পুকুরে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু

লিটন কুতুবী:

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক পৃথক ভাবে একই ইউনিয়নে পুকুরে ডুবে মোঃ আহিল (১) ও আলিফা মনি (০২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাদের ঘোনা এলাকার দিদারুল ইসলামের পুত্র আহিল ও একই ইউনিয়নের আকবরবলী পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা একই দিনের আট ঘন্টার ব্যবধানে সন্ধ্যা ৬টায় বাদশার কন্যা আলিফা মনি পুকুরে পড়ে মৃত্যু হয়েছে বলে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শিশু আহিল বাড়ির পাশের একটি পরিত্যাক্ত পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে ঘরে না দেখে অনেক খুঁজাখুঁজি করে ঐ পরিত্যাক্ত পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। একই ঘটনা আলিফা মনি ঘরের সামনে পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। উভয়কে কুতুবদিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগের নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইমা তাবাচ্ছুম পরীক্ষা নিরীক্ষার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন।