ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ছেলেকে কোলে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করা অ‌গ্নিদগ্ধ নারী রুমি আক্তার মারা গে‌ছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ইউনি‌টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


গত ২৬ ন‌ভেম্বর সকা‌লে উপজেলার আলী আকবর ডেইল সিকদার পাড়ার গ্রাম পু‌লিশ মো. শাহজাহা‌নের স্ত্রী রুমি চুলায় পা‌ত্রে ফিট‌কি‌রি জাতীয় ওষুধ গরম কর‌তে গে‌লে হঠাৎ আগুন জ্ব‌লে ও‌ঠে।

এসময় পাত্র নামা‌তে গি‌য়ে পা‌শে থাকা ছে‌লে জিহাদের (৩) শরী‌রে আগুন ধ‌রে যায়, তাৎক্ষণিক ছেলেসহ পুকুরে ঝঁপিয়ে পড়েন রু‌মি।

শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় রুমিকে চট্টগ্রাম মে‌ডি‌কে‌লে প্রেরণ করা হলে তিনি গত ৬ দিন যাবৎ সেখানে চিকিৎসাধীন ছিলেন। একই ইউনিটে চিকিৎসারত তার ছেলে জিহাদ এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

নিহত রুমির চাচাতো ভাই জয়নাল আবেদীন বলেন, বিকেলে রুমির মৃত্যু হলে সকল প্রক্রিয়ার রাতে মরদেহ কুতুবদিয়া আনা হয়।

স্থানীয় ফতেয়ালী শিকদার পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রুমির দাফন করা হবে বলে জানান তিনি।