শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন’- এর র‌্যালী ও প্রতিবাদ সভা আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন’- এর র‌্যালী ও প্রতিবাদ সভা কাল (মঙ্গলবার) সকল নিপিড়ীত মানুষের অধিকার আদায় ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ” এর ধারাবাহিক কর্মসূচির আওতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলা ১১.৩০ মিনিট থেকে ১২.৩০ টা পর্যন্ত র‌্যালী ও প্রতিবাদ সভার উদ্যোগ নেয়া হয়েছে। শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার ও পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার দাবিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুুজুর রহমান। প্রধান আলোচক থাকবেন লেখক-সাংবাদিক-মানবাধিকার সংগঠক শওকত বাঙালি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন । সভাপতিত্ব করবেন জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি এয়াকুব বাদশা। এছাড়া, সংগঠনের চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন