ওলীকুল সম্রাট কাদেরীয়া ত্বরীকার প্রবর্তক শেখ সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) এর পবিত্র ওফাত বার্ষিকী ফাতেহায়ে ইয়াজদহুম উপলক্ষে গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার উগ্যোগে গত ৭ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যকসন হাইটসস্থ নবান্ন রেষ্টুরেন্ট হলে শানে গাউসুল আজম জিলানী কনফারেন্স গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার সভাপতি আলহাজ্ব ইকবাল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ শায়েখ আল্লামা ড. সাইফুল আজম বাবর আল-আজহারী। বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার উপদেষ্টা প্রফেসর আলহাজ্ব আবুল কালাম, হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, মাওলানা আতাউর রহমান, আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন, সৈয়দ জামিন আলী, মাওলানা আবদুর রহীম, গিয়াস আহমেদ, আহসান হাবীব, আসলাম হাবীব, গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, সহ-সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মুহাম্মদ নাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়াসীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুস্তাফা কামাল, অর্থ সম্পাদক মুহাম্মদ মনিরুল হক চৌধুরী, মাহফিলের আহবায়ক কমিটির মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক আকতারুল আজম, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক আকতারুল আজম, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বদরুল হক, সহ-দাওয়াতে খায়ের সম্পাদক ওসমান গণী তালুকদার শামীম, সদস্য মুহাম্মদ শাহ আলম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন, ইসলামের অন্যতম সফল প্রচারকদের মধ্যে গাউসুল আজম আবদুল কাদের জিলানী অন্যতম। তাঁর আগমনে ইসলামের পূর্নজাগরণ ঘটে এবং ইসলামের তাসাউফ বা আধ্যাত্মিকতার পথ ত্বরীকারুপে নবরূপ লাভ করে। তিনি সকল ওলীদের সম্রাট হিসেবে সমাদৃত। বক্তারা গাউসিয়া কমিটি সাম্প্রতিক করোনাকালীন সময়ে মানবতার সেবার ভূয়সী প্রসংশা করেন। বক্তারা মুসলিম মিল্লাতকে গাউসে পাকের প্রদর্শিত কুরআন সুন্নাহর আনুগত্যে সাহাবা, মজহাব ও তরীকার অনুস্মরণে ধর্মের প্রকৃত ধারাবাহিকতায় জীবন ও সমাজ গড়ার আহবান জানান।











