চট্টগ্রামের জন্য কাজ করছে “নিউজচট্টগ্রাম”

চট্টগ্রামের প্রথম ২৪ ঘণ্টার অনলাইন পত্রিকা “নিউজচট্টগ্রাম” এর প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে পাঠক, সাংবাদিক, প্রতিনিধি লেখক ও শুভানুধ্যায়ীদের নিয়ে সূধি সমাবেশ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক শওকত বাঙালী এর স্বাগত বক্তব্যেও মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব এর পর চলে ফুলেল শুভেচ্ছা গ্রহণের পালা । দ্বিতীয় পর্বে অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা গবেষনা কেন্দ্রের চেয়ারম্যন ও চসিকের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মির্জা শহীদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এড ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, লেখক গবেষক অধ্যাপক শামসুদ্দিন শিশির, চবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, সাংবাদিক নেতা খোরশেদুল আলম শামীম প্রমুখ। ফুলেল শুভেচ্ছা জানান চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী, চবি সিনেট সদস্য শ.ম নজরুল ইসলাম
সাবেক ছাত্র নেতা মাহফুজুল হক চৌধুরী, সাবেক নেতা তাজুল ইসলাম, এডভোকেট সেকান্দর চৌধুরী, এডভোকেট মুজিবুল হক, সমাজ সেবক রেজাউল করিম চৌধুরী, শ্রমিক রাজনীতির দিকপাল মরহুম রহমত উল্লাহ চৌধুরীর স্মৃতি ফাউন্ডেশন এর কর্মকর্তারা, জলছবির পক্ষে সম্পাদক সৈকত শুভ্র, চট্টগ্রাম সুহৃদের পক্ষে জাহেদ কায়সার, শ্রমীক লীগের পক্ষে নুরুল ইসলাম সবুজ, চট্টগ্রাম চলচিত্রকেন্দ্রর পক্ষে মোহাম্মদ কামাল, চট্টগ্রাম রিপোটার্স ফোরাম।

“নিউজচট্টগ্রাম” এর নির্বাহী সম্পাদক ইমতিয়াজ শাওনের পরিচালনায় আলোচনায় অংশ নেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক হাবীব উল্লাহ চৌধুরী ভাস্কর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, “নিউজচট্টগ্রাম” এর ব্যবস্থাপনা সম্পাদক জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির প্রেসিডেন্ট এ.এস.এম আব্দুল গাফ্ফার মিয়াজী, প্রবীন সাংবাদিক শফিউল আলম, অনলাইন গণমাধ্যম নেতা এম আলী হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলী, সাংবাদিক শফিউল আজম, তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ চট্টগ্রামের আহ্বায়ক শফিউল আজম জিপু, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের সদস্য বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাদাত হোসেন, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম রিপন, ছাত্রনেতা সাইফুল ইসলাম বাপ্পি, ছাত্রনেতা মো: সাদ্দাম হোসেন, ছাত্রনেতা ইমতিয়াজ উদ্দিন ফাহিম, সিহাব উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ ইসাক, রতন দে প্রমুখ।

সুধী সমাবেশে বক্তারা বলেন শুরু থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজচট্টগ্রাম পাঠকের আস্থা অর্জন করেছে। একই সাথে তাদের হৃদয়েও স্থান করে নিয়েছে। তাদের সংবাদ পরিবেশন সব সময় পরিশিলিত। আগামী দিনগুলোয় এই ভূমিকা আরো জোরালো ও ব্যাপক হবে। এ পত্রিকাটি যাত্রালগ্ন থেকে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে তা অব্যহত রাখতে হবে।

অনলাইন সংবাদমাধ্যমে যেকোনো ঘটনা তাৎক্ষণিক জানা যায়। এই সংবাদমাধ্যমে যুক্ত রয়েছে নতুন ও পরিশ্রমী একদল তরুণ-তরুণী। তাদের সংস্পর্ষে সংবাদ মাধ্যম দিন দিন সমৃদ্ধ হচ্ছে। কালের যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমাদের সংবাদপত্র বৈশ্বিক মানে পৌঁছে গেছে। এখন বাংলাদেশে অসংখ্য প্রিন্ট ও অনলাইন পত্রিকা প্রকাশিত হচ্ছে। আর এসব গণমাধ্যমের মধ্যে “নিউজচট্টগ্রাম” তাদের মান অক্ষুন্ন রেখে এগিয়ে চলে বেশ সুনাম অর্জন করেছে।

চট্টগ্রামের প্রথম ২৪ ঘণ্টার অনলাইন পত্রিকা “নিউজচট্টগ্রাম” চট্টগ্রামের অগ্রযাত্রাকে সমৃদ্ধ ও গতিশীল করেছে, তেমনি তারুণ্যের হৃদ স্পদন বুঝে সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রীক সার্বিক অগ্রগতি ও মানবিক চেতনার বিজ্ঞানভিত্তিক প্রকাশ ও বিকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে। এক কথায় চট্টগ্রামের জন্য কাজ করছে “নিউজচট্টগ্রাম”।

চট্টগ্রামের প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা “নিউজচট্টগ্রাম২৪” তারূণ্য নির্ভর চমৎকার একটি গণ মাধ্যম যেটা চট্টগ্রামের জন্য নিরবে কাজ করে চলেছে।যারা এর নেপথ্যে রয়েছে তাদের জন্য রইলো হৃদয় থেকে শুভ কামনা। সুপরিকল্পিত পরিচালনা ও কর্মীদের কঠোর পরিশ্রমে “নিউজচট্টগ্রাম২৪” অনন্য উচ্চতায় এগিয়ে যাবে এমনটাই বিস্বাস। সেখানে দায়িত্বশীলতার প্রশ্ন এসে যায়, সেখানে সতর্ক হবার প্রয়োজন আছে। সব কিছুকে এক করে পজেটিভ সাংবাদিকতা তথা সুস্থ ধারার সাংবাদিকতার প্রসারে কাজ করছে “নিউজচট্টগ্রাম২৪”।

এ একটি পত্রিকায় সকল খবরাখবর নিরপেক্ষভাবে পাওয়া যায়, এ অনলাইন মুক্তিযুদ্ধ ও মুক্তিকমি মানুষের কথা বলে। স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এরি মাঝে এ পত্রিকাটি বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে ভূমিকা রেখেছে।“নিউজচট্টগ্রাম২৪” স্বাধীনতার চেতনাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে চলছে, “নিউজচট্টগ্রাম”র জন্য শুভ কামনা।