নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বন্দর থানার ফকিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. এসকান্দর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসকান্দর পতেঙ্গা থানার হাজী শরিফের বাড়ির লেদু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্রেনের ধাক্কায় আহত তিন

নগরের দেওয়ানহাট এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মনছুরাবাদ ইমাম বাড়ি এলাকার এমদাদের স্ত্রী তসলিমা বেগম (৩৫) ও তার দুই সন্তান মেঘলা (১৩) এবং শ্রাবণ (১২)।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।