বাকলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল প্রকাশ ঝুটন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। গ্রেফতার মো. জুয়েল প্রকাশ ঝুটন, কুমিল্লা জেলার ভাংগুরা বাজার থানার রামচন্দ্র পুর সোনাকান্দার এলাকার আলম বেপারীর বাড়ির মো. মুসলিম মিয়ার ছেলে।
ওসি রাশেদুল হক বলেন, মো. জুয়েল প্রকাশ ঝুটন ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন। রোববার বিকেল সোয়া ৫টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল মনসুর কলোনির ২ নম্বর বাসা থেকে অভিযুক্ত মো. জুয়েল প্রকাশ ঝুটনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।











