তারুণ্য নির্ভর সমৃদ্ধ দেশ গঠনে কাজ করছে ইউসেফ

ইউসেপ টেকনিক্যাল স্কুলের এমপ্লয়মেন্ট কিটস বিতরণকালে আবদুচ ছালাম
এ কে খান ইউসেফ টেকনিক্যাল স্কুল আয়োজিত এমপ্লয়মেন্ট কিটস বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত মঙ্গলবার স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, তরুণ সমাজ: তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি-এ শ্লে¬াগানকে সামনে চতুর্থ শিল্প বিপ্ল¬বের পথে এগুচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার। ২০২৩ সালের মধ্যে দেশে বেকারত্বের হার ২৩শতাংশের নিচে নামিয়ে আনতে ইউসেফ সরকারের সাথে সরাসরি কাজ করছে। আত্ম কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী যুব সমাজ গড়ে তুলতে প্রতিটি জেলা উপজেলায় সরাসরি ও অংশীদারিত্বের ভিত্তিতে কারিগরি স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। প্রান্তিক পর্যায়ের ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
বক্তব্যে তিনি আরো বলেন, অনেক মেধাসম্পন্ন কিশোর তরুনরা ইচ্ছে থাকা সত্বেও পুঁজির অভাবে উদ্যোগ নিয়ে নিজে কিছু শুরু করতে পারছেনা। তাই তারা সামান্য চাকুরীর পিছে ছুটতে ছুটতেই জীবনের মূল্যবান সময়ের অনেকটাই খরচ করে ফেলছে। চাকুরী পাওয়ার পরও বেশীর ভাগ ক্ষেত্রে তার দক্ষতার ব্যবহার হয়না। অর্থাৎ যে যেই বিষয়ের উপর পারদর্শী সে ঐ কাজটি করার সুযোগ পায়না। এভাবে আমাদের যোগ্যতার অপব্যবহার হয়ে যায়। ইউসেফ তরুনদের কর্মসংস্থান কীট বিতরন করে তাদেরকে স্বীয় দক্ষতা কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান শুরু করার সুযোগ তৈরী দিয়েছে। এ উদ্যোগ অসামান্য প্রশংসনার দাবী রাখে এবং, অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ইউসেফ এর পাশাপাশি অন্যান্য বেসরকারী সংস্থাও এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ করলে ২০৪১সালের আগেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সম্ভবপর হবে।
ইউসেপ চট্টগ্রাম রিজিওন-এর ম্যানেজার ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষাক ও শিক্ষার্থীরা।