বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের ৫৭তম জন্মদিন
উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম
জেলার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে
ডিইএব চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী আবদুল্লাহ আল টিটুর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আহাছানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ডিইএব চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী আবদুল্লাহ আল টিটু বলেন, রাজনীতির
প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা
করার উদ্দেশ্যে বিদেশে সুচিকিৎসা নিতে বাঁধা দিচ্ছে। অতিসত্ত্বর তার
সুচিকিৎসার ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া
ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের
সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলা সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবুল
কালাম আজাদ, সহ সভাপতি প্রকৌশলী শওকত আলী জুয়েল, প্রকৌশলী আতিকুর রহমান,
প্রকৌশলী সিরাজ সিকদার, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমদ, অর্থ
সম্পাদক প্রকৌশলী বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মীর
শাহরিয়ার, সদস্য প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী পারভেজ, প্রকৌশলী আরজু
প্রমুখ নেতৃবৃন্দ।











