পহেলা বৈশাখে নগরে নানা আয়োজন
পহেলা বৈশাখকে ঘিরে নগরে চলছে বিভিন্ন সংগঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিসি হিল, সিআরবি শিরীষতলা, চবি চারুকলা ইনস্টিটিউট, নেভাল-২, জেলা শিল্পকলা একাডেমি সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান চলবে দু’দিন।
‘সম্মিলিত ১লা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’ এর আয়োজনে ডিসি হিলে ৪০তম বর্ষবিদায় অনুষ্ঠান শুরু হবে শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায়। রোববার (১৪ এপ্রিল) ৪১তম বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টায়। বৈশাখের আবাহন, চিরায়ত বাংলা গান, উচ্চাঙ্গ সঙ্গীত, একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা ও সম্মাননা প্রদানের এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে পহেলা বৈশাখে র্যালি শুরু হয়ে ডিসি হিল পর্যন্ত এসে ফিরে যাবে চারুকলা চত্বরে। ইনস্টিটিউটে চলবে দিনব্যাপী অনুষ্ঠান।
‘নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম’ এর উদ্যোগে সিআরবি চত্বরে শিরীষতলায় শনিবার বিকাল ৪টায় বর্ষবিদায় ও রোববার সকাল ৮টায় শুরু হবে ১১তম বর্ষবরণ অনুষ্ঠান। রোববার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সাহাব উদ্দিনের বলিখেলা।
নেভাল-২ তে ‘প্রজন্মের বৈশাখ’ এর আয়োজনে পহেলা বৈশাখ সকাল ১০টা থেকে শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে থাকবে র্যালি, নৃত্য, যাদু প্রদর্শন, বাংলা গান প্রভৃতি। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে শনিবার বিকাল ৪টায় র্যালির মাধ্যমে বর্ষ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রোববার সকাল ৮টায় শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। এ আয়োজনে থাকছে- যন্ত্রসঙ্গীত, বৈশাখী সঙ্গীত, বাউল গান, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, লোকনৃত্য, উপজাতীয় নৃত্য, লালনগীতি প্রভৃতি।
চট্টল ইয়ুথ কয়ারের আয়োজনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় শিশু উৎসব অনুষ্ঠিত হবে।