বাথটাবে ফোন চার্জে দিয়ে ব্যবহার, আরেক তরুণীর মৃত্যু রাশিয়ায়

বাথরুমে চার্জে থাকা মোবাইল ব্যবহারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ায় মস্কোতে।

হতভাগ্য ওই তরুণীর নাম অ্যানাসতাসিয়া। লাশ উদ্ধারের সময় ওই তরুণীর এক হাতে মোবাইল অন্য হাতে বাথপ্লাগ পাওয়া যায়।

মস্কো ও এর আশপাশে এ ধরনের দুর্ঘটনায় এর আগেও মোবাইলে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে কয়েকজন অল্প বয়সী মেয়ে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কও করেছিল। তা সত্ত্বেও একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

গত মাসে উত্তর মেরু অঞ্চলীয় শহর নরিলস্কিতে বাথরুমে চার্জে থাকা মোবাইল ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছিল ১২ বছর বয়সী একটি মেয়ে। মেয়েটির নাম জানা যায়নি।

ঘটনার শিকার ২০ বছর বয়সী অ্যানাসতাসিয়া একটি সুপার মার্কেটে চাকরি করতেন।