নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।
গ্রেফতার দুইজন হলেন-ফেনী জেলার রাণীরহাট মালিপুর এলাকার মো. ইউসুপের ছেলে মো. আইয়ুব (১৭) ও ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকার মো. শাহাদাত হোসেন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে ২ হাজার টাকা ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তপন কান্তি শর্মা।











