কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মো. আকবর (৩৫) ও মো. হানিফ।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুইটি পাওয়া যায়। এ ঘটনায় কর্ণফুলীর পাড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তক্ষেপের পক্রিয়া চলছে।
পরিবারের স্বজনরা নিহতদের পরিচয় সনাক্ত করেন। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাঙ্গারচর ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলাম হৃদয়।
নিহত আকবর (৩৬) জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নং ওয়ার্ডের সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে। আর হানিফ (৩৫) একই গ্রামের ৩ নং ওয়ার্ডের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের পুত্র।
আকবরের স্থী,দুই কন্যা ও এক পুত্র সন্তান এবং হানিফের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সাদিয়া টেকনো বিল্ডার্স লিমিটেডেের ম্যানেজার জুলধা ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টে কর্মরত শেরপুরের নিখোঁজ হাবিব (৩০) এর খোঁজে স্থানীয় উদ্ধার কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছে।











