নগরীর কোর্টহিল এলাকায় যত্রতত্র পার্কিং, রাস্তা দখল করে ভ্রাম্যমাণ দোকান ও হকার স্থাপনের দায়ে ১৪জনকে মামলা প্রদান করে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা ও মোটর সাইকেলের হেলমেট জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম আদালত ভবন তথা জেলা প্রশাসকের কার্যালয়ে উঠা-নামার পথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাসমান দোকানদারদের উচ্ছেদ, অবৈধ পার্কিং এবং উল্টোভাবে গাড়ি চালানোর দায়ে সাতজনকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫৭ ধারায় ১৪টি মামলায় ৫ image হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ছোট-বড় সব দোকান উচ্ছেদ করে ফেলেন। সে সাথে কোর্ট সড়কের রাস্তা দখল করে অবৈধ কার, মোটর সাইকেল পার্কিং করার দায়ে ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করে সতর্ক করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, কোর্ট বিল্ডিং এলাকায় রাস্তা দখল করে ভ্রাম্যমাণ দোকান, হকার, যত্রতত্র পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ১৪ জনকে মামলা দিয়ে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যত্রতত্র পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানোর মত অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গতকাল (৭ এপ্রিল) একই জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। তিনি ১০টি মামলায় ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।











