নগরের খুলশী থানাধীন রেলওয়ে জাদুঘরের পাশ থেকে জানে আলম (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।
নিহত জানে আলম কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব হাজীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানে আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করে সেখানে ফেলে রাখা হতে পারে। তবে কী কারনে তাকে খুন করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানে আলমের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।