বাকলিয়ায় এক যুবক খুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় লোকমান হোসেন জনি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান হাসপাতাল পু্লিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, ‘লোকমান হোসেন জনির শরীরে গুলির চিহ্ন ও ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।’

তিনি বলেন, ‘লোকমান হোসেন নগরের গোলপাহাড় এলাকায় পানের দোকান করতেন। কী কারণে এ হত্যাকাণ্ড বা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’