সৃজন সাংস্কৃতিক পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত

এতিম শিশুদের মাঝে শিক্ষা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত ০৯ অক্টোবর সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্র্থীদের মাঝে শিক্ষা ও সুুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। ইসলামিয়া সিটি হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কলামিস্ট লায়ন এ.কে জাহেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ড এর কমান্ডার বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ। সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা জাসদের সভাপতি ও সংগঠনের যুগ্ন প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাজেদুল আলম চৌধুরী মিল্টন, বিশেষ আলোচক এর বক্তব্য রাখেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, দৈনিক সুুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এড.টিপুশীল জয়দেব, শিল্পী ও প্রাবন্ধিক উত্তর কুমার আচার্য্য। সংগঠনের উপদেষ্টা দীপঙ্কর দাশগুপ্ত’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মানিত অতিথি সংগঠনের উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, ডাঃ উজ্জল চক্রবর্ত্তী, এডভোকেট কামরুল ইসলাম, লায়ন রুবেল চক্রবর্ত্তী। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে ব্যক্তিবর্গ ও সংগঠনের সাধারণ সম্পাদক রক্তিম দে সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সৃজন সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।