প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উপহার হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্লোরিডা স্টেট যুব মহিলালীগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এতে ১০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ৩০ জনকে শাড়ি দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আগত সকলকে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা সবাই গর্বিত। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি আরও বলেন, এমন একটি মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফটিকছড়িবাসীর পক্ষ থেকে ফ্লোরিডা স্টেট যুব মহিলালীগের নেত্রীবৃন্দসহ সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার, সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাজেদুল হক হাসান, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
( প্রেস বিজ্ঞপ্তি )











