চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল ৪.৩০ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট খান সিটি সেন্টার এর সামনে মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসা মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ী মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ ফোরকান উদ্দিন রুবেল (২৫), পিতা- মোঃ নূরুল আলম, গ্রাম- ফরহাদাবাদ (কম্বর বাড়ী), থানা- হাটহাজারী, জেলা- চট্রগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে মাইক্রোবাসটি তল্লাশী করে মাইক্রোবাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৪৫৪৬) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।











