ডাবুয়া খালের উপর ব্রীজের নির্মান কাজ থমকে আছে

নিউজচিটাগাং:: রাউজানের বৃকবানপুর এলাকা ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া পাড়ার মধ্যবর্তী স্থানে ডাবুয়া খালের উপর ব্রীজের নির্মান কাজ দু বৎসরে ও শেষ হয়নি । ব্রীজটির নির্মান কাজ শেষ না হওয়ায় দু জেলার হাজার হাজার মানুষ চলাচল করছে চরম দুভোর্গের মধ্যে দিয়ে । রাউজান উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা বৃকবানপুর এলাকা ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া সড়কের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত খরশ্রোতা ডাবুয়া খাল । ডাবুয়া খালের পানি দিয়ে নেমে হাটুর উপর কাপড় তুলে কাউখালী উপজেলার শুকনা ছড়ি, ডাবুয়া পাড়া, চৌধুুরী পাড়া পোড়া বাজার, লক্ষিছড়ি, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর, বৃকবানুপুর, গলাচিপা, বৃন্দ্বাবনপুর, বানারস, বটপুকুরিয়া এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে । স্কুল কলেজের শিক্ষার্থীরা ও শিক্ষক শিক্ষিকারা ডাবুয়া খালের মধ্যে নেমে পানি দিয়ে পায়ে হেটে চলাচল করে। শুস্ক মৌসুমে ডাবুয়া খালের পানিতে নেমে পায়ে হেটে খাল পার হয়ে এলাকার বাসিন্দ্বারা চলাচল করলে ও বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি নেমে আসলে এলাকার লোকজনের চলাচল করতে হয় সাতার কেটে । ডাবুয়া খালের উপর ব্রীজ না থাকায় এলাকার বাসিন্দ্বারা রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসা করার জন্য নিয়ে যেতে হয় দোলনায় করে । এলাকার হাজার হাজার মানুষের চরম দুভোর্গ লাঘবে গত দু বৎসর পুর্বে বৃকবানপুর এলাকা ও কাউখালী উপজেলা ডাবুয়া পাড়ার মধ্যবর্তী স্থানে ডাবুয়া খালের উপর কাউখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজ নির্মান করার জন্য টেন্ডার আহবান করলে রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ এর ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস নুর সিন্ডিকেট তিন কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মানের কাজ নেয় । দু বৎসর পুর্বে ঠিকদারী প্রতিষ্টান মেসার্স নুর সিন্ডিকেট ব্রীজের নির্মান কাজ শুরু করে । ব্রীজের নির্মান কাজ ধীরগতিতে চলার কারনে দু বৎসরে ও ব্রীজের নির্মান শেষ হয়নি । সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় ব্রীজের নির্মান কাজের দুটি স্পেন ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে । আরো একটি স্পেন ঢালাইয়ের কাজ করতে হবে । কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম চৌধুরীর ভাই ব্যবসায়ী মংচিলা চৌধুরী জানান ব্রীজের নির্মান কাজ ধীরগতিতে হওয়ায় দু বৎসরে ও ব্রীজের নির্মান কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্টান । ব্রীজের নির্মান কাজের ঠিকদার রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ জানান ব্রীজের ৭০ শতাংশ নির্মান কাজ শেষ হয়েছে । ব্রীজের অবশিষ্ট কাজ বর্ষা মৌসুমের শুরু হওয়ার পুর্বে শেষ করা হবে । ব্রীজের নির্মান কাজ শেষ হলে এলাকার হাজার হাজার মানুষের দুভোর্গ লাঘব হবে ।