বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা।
নগরীর বায়েজি ও সীতাকুন্ডের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এতেসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাটকল এলাকায়।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোর থেকে নগরীর বায়েজিদ এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে হাফিজ জুট মিলের শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শ্রমিকরা রাস্তায় যানচলাচল বন্ধ করে দিয়েছে। বিভিন্ন স্থানে সড়কের ওপর টায়ারেও আগুন দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হচ্ছে।