দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের অবস্থা খুব শোচনীয়

করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণকালে ইয়াছিন চৌধুরী লিটন 

চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, করোনা মহামারীতে সরকারের অপরিকল্পিত কর্মসূচির কারণে হতদরিদ্র মানুষগুলো আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। কষ্টে থাকা এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে কোন ধরনের ত্রাণ সহযোগিতা না দেয়ার কারণে তারা আজকে মানবেতর জীবনযাপন করছে। সরকারের দুর্নীতি-দুঃশাসন ও প্রশাসনের উদাসীনতার কারণে মজুদকারীরা জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের পরিবারের অবস্থা খুব শোচনীয়। দীর্ঘ সময় লকডাউনের ফলে সবকিছু বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সমাজের হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর মানুষ আজ খুব অসহায়। তাই সমাজের ধনী ও বিত্তবানদের এই হতদরিদ্র মানুষে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বুুধবার (১১ আগষ্ট) বিকালে নগরীর সিআরবি এলাকায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমাদের সকলকে সচেতনার সাথে চলাফেরা করতে হবে। এছাড়া ঘর থেকে বের হলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির সহ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। বক্তব্য রাখেন ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আবু ফয়েজ, মহানগর যুবদলের ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন আনু, বিএনপিনেতা শফিকুল ইসলাম, আবদুস সাত্তার, আবুল হোসেন আবু, রেজাউল করিম মানিক, মো. হোসেন প্রমূখ।