অস্ট্রেলিয়ার মতো নিরাপত্তা পাবে না নিউজিল্যান্ড‌

আসছে সিরিজে বায়োবাবলে অস্ট্রেলিয়ার মতোই সুযোগ-সুবিধা দাবি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে বিভিন্ন দিক বিবেচনায় কিউইদের জন্য একই প্রটোকল থাকবে না বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। পাশাপাশি সাকিব-রিয়াদদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনা করে বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ আয়োজন করতে চায় না ক্রিকেট বোর্ড।
‌’অস্ট্রেলিয়ার মতো নিরাপত্তা পাবে না নিউজিল্যান্ড‌’

মাঝে হোটেল আর অনুশীলনের সময়টাতেও ছিলেন তারা নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরে। মাঠে সাংবাদিকরা প্রবেশ করতে পারলেও ছবি নিতে পোহাতে হয়েছে নানা ঝক্কি-ঝামেলা। এক কথায় সবার থেকে দূরে সরে নিজেদের নিরাপদ রাখার অদ্ভুত এক জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে তারা পরিচয় করিয়ে দিয়ে গেছে বাংলাদেশকে।

এবার আসছে ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বায়োবাবলেও একইরকম কড়াকড়ির দাবি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাসমান সাগরের প্রতিবেশীদের মতোই নিরাপত্তা আশা করেছেন তারা। যদিও সার্বিক দিক বিবেচনায় সেটা সম্ভব হবে না বলেই মন্তব্য বিসিবির প্রধান নির্বাহীর।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‌’অস্ট্রেলিয়া একটা চার্টার্ড বিমানে এসেছিল, তাই ইমিগ্রেশন থেকে শুরু করে হোটেলে তাদের কিছু নিয়ম-কানুন আমাদের মানতে হয়েছে। সেখানে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টাও জড়িত ছিল তাই সেগুলো নিয়ে আমরা আলাদা করে কিছু ভাবিনি। নিউজিল্যান্ড কমার্শিয়াল ফ্লাইটে আসছে, তাই তারা চাইলেও একই রকম প্রটোকল দেওয়া সম্ভব হবে না।‌’

একের পর এক সিরিজ এবং তার বায়োবাবলে থাকতে থাকতে ক্লান্তি ভর করেছে ক্রিকেটারদের মধ্যে। পরিবার পরিজনের সঙ্গে থাকতে তাই বিভিন্ন কারণে ছুটি নিচ্ছেন অনেকেই। বিষয়টা মাথায় আছে বিসিবিরও। তাই তো বিশ্বকাপের আগে সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখতে ব্যবস্থা নিচ্ছে ক্রিকেট বোর্ড।

নিজামউদ্দিন চৌধুরী সুজন আরও বলেন, ‌’বায়োবাবলে থাকতে থাকতে সবাই ক্লান্ত। আমরা বুঝতে পারছি সবাই পরিবারের বাইরে থাকতে থাকতে মানসিক অবসাদে ভুগছে। বিশ্বকাপের আগে তাই আমরা আর কোনো সিরিজ আয়োজন করতে চাচ্ছি না। সবাইকে চাঙ্গা রাখার জন্য এই সিদ্ধান্ত।‌’

টি-টোয়েন্টি দলের ব্যস্ততার শেষ নেই আগামী ক’দিন। কিন্তু নভেম্বরের আগে টেস্ট এবং ২০২২ এর ফেব্রুয়ারির আগে ওয়ানডে দলের নেই কোনো টুর্নামেন্ট। বিষয়টা মাথায় রেখেই নতুন পরিকল্পনা করেছে বিসিবি।

ওমানে ক্যাম্প করতে আইসিসি এবং স্বাগতিক দেশের সঙ্গে আলোচনা শুরু করছে বিসিবি। কোভিড প্রটোকলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলেই চূড়ান্ত হবে সূচি।