টিকা দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করেছে বিমান বাহিনী।

করোনা ভাইরাসের টিকা দেশের দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার (১০ আগস্ট) বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে করোনা টিকা বান্দরবান জেলার বড়থলী পাড়া পৌঁছে দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্যকর্মীদের পাঁচ সদস্যের একটি দল সঙ্গে ছিল। এর আগে হেলিকপ্টারটি চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটি থেকে কাপ্তাইয়ের উদ্দেশে রওয়ানা দেয়।

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের মধ্যে করোনা টিকা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।