টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে ৮.৫ নটিক্যাল মাইল গভীর বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ বাংলাদেশী মানবপাচারকারী দালালসহ ৩২ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে। শনিবার (৩০ মার্চ) ভোরে বঙ্গোপসাগর ও ছেড়াদ্বীপসহ সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃদের মধ্যে অন্তত ২২ জন রোহিঙ্গা এবং তিনজন দালালও রয়েছে। অভিযানে একটি ট্রলারও জব্দ করা হয়। অভিযানে পুলিশও অংশ নেন। আটককৃত দালাল হলো- মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান জানান, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল- এমন গোপন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের প্রথম ধাপে ৬ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ জন শিশুকে আটক করা হয়। তারা সকলে বল পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা)। পরে তাদের স্বীকারোক্তিমতে অভিযান চালিয়ে ৩ দালালসহ আরো ১০ জনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলাসহ আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন লে: শেখ মাহমুদ











