চসিকের সাথে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

হোল্ডিং ট্যাক্স,ট্রেড লাইসেন্সসহ বিবিধ চার্জ ও ফি অনলাইনে গ্রহনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও প্রিমিয়ার ব্যাংক লি. এর মধ্যে আজ বৃহষ্পতিবার বিকেলে কর্পোরেশনের কনফারেন্স হলে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।এতে কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার অনেক সেবা কার্যক্রম ম্যানুয়েলিভাবে পরিচালনা করতো। বর্তমান সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে সাড়া দিয়ে রাজস্ব ও শিক্ষা বিভাগের কর ও টিউশন ফি প্রদান কার্যক্রম অনলাইন ও অটোমেশন করা হচ্ছে। কর্পোরেশনের সাথে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি ডিজিটালাইজেশনের বাস্তব প্রতিফিলন। কার্পোরেশনে রাজস্ব ও অন্যান্য কার্যক্রম অটোমেশনের আওতায় আসলে হিসাব নিকাশে স্বচ্চতা যেমন আসবে, তেমনি নাগরিকরা কর প্রদান সহ যাবতীয় তথ্য মুহূর্তে জানতে পারবেন।