আরও ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে মরণঘাতি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনের শনাক্তের সংখ্যা আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে এখানে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর এই সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় ২ হাজার ১শ’ জনের নমুনা পরীক্ষা করে এই ৭৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৫১০ জন শহরের আর ২৭৩ জন মফস্বলের। আর মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন মফস্বলের, ২ জন নগরের।
এনিয়ে চট্টগ্রামে এপর্যন্ত ৬৩ হাজার ৬৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর শহরে ৪৮৮জন ও মফস্বলে ২৬৬ জন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৪ জনে দাঁড়িয়েছে।