নগরের চকবাজার ফুলতলা এলাকায় বাঁধন মজুমদার (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত একটার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁধন মজুমদার ওই এলাকার রাজু মজুমদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মায়ের সঙ্গে অভিমান করে বাঁধন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন











