জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাম্প চালুর সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত১

সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পানির পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুহুল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।মো. রুহুল ঢাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাহাবউদ্দীন বলেন, স্টেডিয়ামের একপাশে ফ্লোর ঢালাইয়ের কাজ চলছিল। এসময় পানির পাম্প চালু করতে গিয়ে কন্ট্রাক্টর মো. রুহুল বিদ্যুৎস্পৃষ্ট হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ওই ব্যক্তিকে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।