বৃক্ষ পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্য ও নান্দনিকতা বাড়ায়

চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল -এ সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় হল প্রাঙ্গণে ৩০ জুন ২০২১ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ক্রিস্টমাস ট্রির চারা রোপন এর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উক্ত হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত এবং চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সৌন্দর্যের মাঝে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এই সৌন্দর্যবর্ধনের আওতায় এ বৃক্ষরোপন কর্মসূচি নব নির্মিত এ হলের সৌন্দর্য ও নান্দনিকতা অধিকতর বৃদ্ধি করবে। তিনি বৃক্ষরোপন কর্মসূচির সফলতা কামনা করেন।

বিবেক প্রসূত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানালেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ৩০ জুন ২০২১ বেলা ১১:৩০ টায় চবি বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা এর সাথে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পুর্বাঞ্চলের সর্বোচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বিবেক প্রসূত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সকলে স্বত:স্ফুর্ত আলোচনায় অংশগ্রহণ করে তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মাননীয় উপচার্যকে অবহিত করেন।