ডা. মো. মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

চট্টগ্রাম মেডিকেল কলেজের  (সিএমসি ১৮)এর প্রাক্তন শিক্ষার্খী এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান আজ বুধবার দুপুর ১২-৩০ মিনিটে সার্জিস্কোপ হাসপাতালে চিকিত্সাধীন অবস্হায় ইন্তেকাল করেছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. মোস্তাফিজ কোভিড ১৯ আক্রান্ত ছিল। ১৯৮২ সাল থেকে টানা ৩৯ বৎসর সীতাকুন্ডু-মিরেরশ্বরাই অন্চলের সর্বস্তরের জনগনের ভালবাসায় সিক্ত থেকে তাঁদের ২৪/৭/৩৬৫ দিন নিরলস সেবা প্রদান করে এতদঞ্চলের জনগনের চিকিৎসা সেবার বিশ্বস্ত আশ্রয়স্হলে পরিনত হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন ডা.মোস্তাফিজ। স্বভাবজাত সারল্য, মৃদুভাষী ডা.মোস্তাফিজকে বন্ধুমহলেও সমানভাবে জনপ্রিয় করে তুলেছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা কাপাসগোলা জামতলা মসজিদে অনুষ্তঠিত হয়।