বৃটেন’স গট ট্যালেন্ট প্রতিযোগিতার বিচারক আমান্ডা হোল্ডেন (৫০)। নিজের মুখেই স্বীকার করেছেন, ছুটির সময়টাতে তিনি নগ্ন থাকেন। নগ্ন থাকতেই পছন্দ করেন তিনি। বলেছেন, এই তো রোববার দুপুরের খাবার পরিবেশন করেছি নগ্ন হয়ে। এসব নিয়ে তিনি বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইনের সঙ্গে কথা বলেছেন। বলেছেন, ছুটির সময়টা কিভাবে কাটাতে পছন্দ করেন। আমান্ডা বলেছেন, তিনি সূর্য্য¯œান এবং সাঁতারের সময় পুরো নগ্ন হতে পছন্দ করেন। নিজের বাসায় তো কথাই নেই।
তার নিজের ভাষায়- ছুটি বা অবকাশের সময় বিকিনি পর্যন্ত পরার তো কোনো কথাই আসতে পারে না। অন্য কোনো নগ্ন নরনারীর সঙ্গে আমি মিশে যাই না। তাদের থেকে আমার ব্যবধান আছে। বৃটেনে ব্যাপক জনপ্রিয় এই নারী বলেছেন, যদি তার প্রত্যাশা পূরণ করা না হয় তাহলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিতে তিনি মোটেও ভয় পান না।
আমান্ডা বলেন, আমার মা যেহেতু ছোট একটি হোটেল চালাতেন, তাই প্রথমদিকেই অভিযোগ করা শুরু করি এবং ইতিবাচকভাবে দেখি সবকিছু। হোটেলে যদি আপনি ন¤্রতা দেখান, তাহলে আপনি কে সেটা কোন বিষয় না। সেখানে আপনি আদবের সঙ্গে চাইলে উত্তম সেবা পেতে পারেন। তাই আমি কখনো রুক্ষ্ম আচরণ করিনি। আমি অনেক কিছু বদলে দিয়েছি।
স্বামী ক্রিস হিউজ সম্পর্কেও তিনি কথা বলেছেন। ক্রিস হিউজের সঙ্গে তার রয়েছে দুটি কন্যা। তারা হলো লেক্সি (১৫) এবং হোলি (৯)। বলেন, ক্রিস বেশির ভাগ সময়ই আমার স্কার্টের আড়ালে লুকিয়ে থাকতে পছন্দ করে। হঠাৎ কোনো মধ্যরাতে সে আমাকে জাগিয়ে তোলে এবং বলে, নিচের সিঁড়িতে আমি কারো শব্দ শুনতে পেয়েছি। চলো তো দেখে আসি। আমি তোমার সঙ্গে মজা করছি না।











