প্রেস বিজ্ঞপ্তি
সদ্য প্রয়াত বরেন্য শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী স্মরণে এক শোকসভা গত ২৮.৬.২০২১ সোমবার চবি ইংরেজি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভাপতি প্রফেসর সুকান্ত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অধ্যাপক মোহাম্মদ আলীর বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন উক্ত বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রফেসর জাহাঙ্গীর বিন সরওয়ার, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, প্রফেসর জেরীন চৌধুরী, প্রফেসর সরওয়ার মোরশেদ, প্রফেসর ড. মোহাম্মদ রোকন উদ্দীন, জনাব তুহিন শুভ্র সেন, জনাব যাকীয়াহ্ তাসনিম, জনাব রওনক জাহান ও মারুফ-উল-আলম। উক্ত শোক সভায় বক্তাগণ বলেন, অধ্যাপক আলী একাডেমিক ও প্রশাসনিক উভয় দিক দিয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছিলেন।
বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রফেসর মোহাম্মদ আলীর ব্যাপক অবদান মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। উক্ত শোক সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।











