নগরীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির সভায় বক্তারা
নগরীর জলাবদ্ধতা সমস্যার উত্তোরণের লক্ষ্যে চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির পর্যালোচনা সভা গতকাল (সোমবার) বিকেলে শেখ ফরিদ জামে মসজিদের পাশে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বক্তব্য রাখেন। শহিদুল আলম বলেন চাক্তাইখাল,চাক্তাই বিকল্প খাল,মহেশ খাল থেকে শুষ্ক মৌসুমে মাটি উত্তোলন করা প্রয়োজন ছিল। বর্ষা এলে খাল নাল পরিস্কার করায় নগরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসহ সকল উন্নয়ন প্রকল্পগুলো নগরীর সেবা সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগে যথাযথ তদারকির মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজে স্থানীয় কাউন্সিলরদেরও সহায়তা নেয়া যায়। কারণ এলাকা সম্পর্কে কাউন্সিলরদের সম্যক ধারণা থাকে। শহিদ বলেন,নগরবাসী চান জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি। আশাকরি সেবা সংস্থার প্রধানগণ নগরবাসীর আকাক্সক্ষার মূল্য দিবেন। সিরাজদ্দৌলার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,মঞ্জুর আলম,নগর আওয়ামী লীগ নেতা আমিনুল হক, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুুফী,চন্দনপুরা মহল্লা কমিটির সভাপতি খালেদ জামাল, ছালামত আলী, মোহাম্মদ আলী হায়দার,এইচ এম আবেদ শাহ কাদেরি,এম এ হান্নান,মোহাম্মদ ফরিদ,কুতুব উদ্দিন,মোহাম্মদ জাহেদুল হক, আব্দুল হাকিম, শ্রমিক লীগ নেতা জয় দত্ত ,তানজীম উল কামাল, যুবনেতা রাহুল দাশ, ছাত্রনেতা সমর দাশ। পরে চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির প্রয়াত নেতা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সবেক এমপি এম কফিল উদ্দীন,অধ্যাপক শহিদুল্লাহ, হারুন রশিদ খান,অধ্যক্ষ ডা.আব্দুল করিম সাহেবের প্রয়াত স্ত্রীর ইছালে-ছওয়াবের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।