রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী শেখ নাঈমুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে।
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় পাহাড়তলী রেলওয়ের প্রকৌশলী ভবনে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রেলওয়ের শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত এক অনুষ্ঠানে দায়িত্বরত বেশ কয়েকজন কর্মচারীকে নিয়ে যায়। ছুটি না নিয়ে কাজে ফাঁকি দেওয়ায় রেলওয়ের পূর্বাঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ নাঈমুল ইসলাম তাদের অনুপস্থিত দেখাতে বলেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই সব কর্মচারী এসে তাকে মারধর করেন। এসময় সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, বিনা চিঠিতে আমাদের কর্মীদের অনুপস্থিত দেখাতে বলায় কয়েকজন এর প্রতিবাদ করেছে। তাকে মারধর করার বিষয়টি মিথ্যা।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ বলেন, মারধর করার বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।